গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে মসজিদের ঈমাম, খতিব ও আলেম এবং ওয়ালামাদের নিয়ে ” সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্রাস ও জঙ্গি প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরাসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, আবুল হাশেম।
এসময় বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।