মেহেরপুর নিউজ:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগ শ্যামপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদিকাদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
শনিবার দুপুরের দিকে শ্যামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা ও শ্যামপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য কাকলি খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ও যুব মহিলা লীগের নেত্রী নাসেদা আক্তার উর্মি, রুপালি ইয়াসমিন, হামিদা খাতুন, সালমা খাতুন, পিংকি খাতুন, রাখও খাতুন,ইয়াং বাংলার ইউনিয়ন সভাপতি আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ প্রমুখ।