মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) মোহাম্মদ মিজানুজ্জামান চাকুরী থেকে অবসর গ্রহণ করাই সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে মেহেরপুর সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাজী আনিসুজ্জামান জেলাপ্রশাসক মোঃ আজিজুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার সকালে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ আনিসুজ্জামান মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারঃ) মোঃ মিজানুজ্জামান ৩ মে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।