মেহেরপুর নিউজ ঃ
আগামী ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত মেহেরপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
রবিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বঙ্গবন্ধু কলেজ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জেলার ৮টি কলেজ ৩ দিনব্যাপী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে সভায় টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে বিস্তর আলোচনা শেষে ফিক্সচার তৈরি করা হয়। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রঞ্জন রায়, মেহেরপুর সরকারি কলেজের প্রতিনিধি আলমগীর হোসেন, বামুদি নিশিপুর স্কুল এন্ড কলেজের প্রতিনিধি সাজিদুর রহমান, এ আর বি কলেজের প্রতিনিধি সেলিম রাজা, সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রতিনিধি রাজিবুল হক, গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রতিনিধি মুজিবুল হক, কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রতিনিধি আবু তাহের প্রমুখ ও উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ৮টি কলেজ অংশগ্রহণ করবে। নক আউট ভিত্তিক বঙ্গবন্ধু টুর্নামেন্টে অংশ গ্রহণকারী কলেজগুলো হল বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ, মেহেরপুর সরকারি কলেজ, গাংনী ডিগ্রী কলেজ, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, মেহেরপুর সরকারি টেকনিক কলেজ, কুতুবপুর স্কুল এন্ড কলেজ,সন্ধানী স্কুল এন্ড কলেজ এবং এ আর বি কলেজ।