গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গোলাম মোস্তফা (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক গোলাম মোস্তফা করমদী গ্রামের আজগর আলীর ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,গোলাম মোস্তফা নিজ ঘরের টিনের ছাউনি মেরামত করছিলেন। এসময় ওই ঘরের বিদ্যুৎ এর তারে শরীর স্পর্শ করলে,তিনি গুরুতর ভাবে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথে মধ্যে মারা যান। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।