মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি ও পুলিশ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এজেন্ট বিজয় শেখ আটক । বুধবার দিবাগত রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিজয় শেখ শিবপুর গ্রামের মৃত শাহাদুল শেখের ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশিক অভিযান চালিয়ে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যাণ্ডের মোবাইল সহ বিজয় শেখকে আটক করা হয়। বিজয়কে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় আটক দেখানো হয়েছে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, অনলাইন জুয়ার এজেন্ট বদরুদ্দোজা রয়েলকে আটক করা হয়েছিলো । রয়েল পুলিশের কাছে বিজয় সহ ১৫জনের নাম করে একটি স্বীকারোক্তি দিয়েছিলো। স্বীকারোক্তী অনুযায়ী তদন্তে বিজয় শেখের সম্পৃক্ততার সত্যতা মেলে। বিষয়টি মুজিবনগর থানাকে জানালে মুজিবনগর থানা পুলিশ তাকে আটকের পর আমাদের কাছে হস্তান্তর করে। আমরা তার কাছে থেকে আইফোন ১৪ প্রো ম্যাক্স ব্র্যাণ্ডের একটি মোবাইল সিম সহ জব্দ করেছি। মোবাইলে অনলাইন জুয়ার প্রাথমিক তথ্য মিলেছে। বিকালে আদালতে তোলা হবে। আরো জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমাণ্ডের আবেদন জানাবো।