মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে দোকানে ও ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রয়, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে ২ ব্যবসায়ীর ৯ হাজার টাকা জরিমানা ।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযানে মেহেরপুর শহরের হোটেল এলাকায় যারীন সুইটস-এ ফ্রিজের মধ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য রেখে বিক্রী করা, মোড়কীকরণ বিধি বহির্ভূত ও অননুমোদিত পণ্য বিক্রয় করার অপরাধে যারীন সুইটস এর মালিক অন্তর ঘোষের নিকট থেকে মেয়াদ উত্তীর্ণ পণ্য নিয়ম বহির্ভূতভাবে দোকানে সাজিয়ে রেখে বিক্রয় ও মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে।
৩৮ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।একই দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স আমিন এন্টারপ্রাইজের মালিক রাহাত আমীন নামের অপর এক ব্যবসায়ী নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ তারিকুল ইসলামসসদস্থিত ছিলেন