মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো রাফিউল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। এর আগে দিনব্যাপী সেখানে জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।