মেহেরপুর সদর উপজেলার শোলমারী এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের উজলপুর ক্লাস্টারের ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমরউদ্দিন,শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইকবাল হোসেন,চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, রুদ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, কালিগংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আজম, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন, শুভরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফা খাতুন, রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল ইসলাম,কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আমজাদ হোসেন, শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একরামুল হক, কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট সহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।