সাহাজুল সাজু :
সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা গ্রাম সংলগ্ন ছেউটিয়া নদীর পাড়ে বৃক্ষরােপণ কর্মসূচীর উদ্বােধন করা হয়েছে।
রবিবার সকালের দিকে গাংনী উপজেলা বনবিভাগের সহযােগিতায় এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় উদয়ন বৃক্ষরােপণ সমিতি। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন সমাজ সেবক আনিসুর রহমান মিয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরােপণ কার্যক্রমের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বনবিভাগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও গাংনী উপজেলা বনবিভাগ কর্মকর্তা এসটি হামীম হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান পলাশ, উদয়ন বৃক্ষরােপণ সমিতির সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি হারুন-অর-রশীদ,ধানখােলা ইউনিয়ন যুবলীগের সভাপতি কেসমত আলী,যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,ধানখােলা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হাবিবুল বাসার,সাবেক ছাত্রলীগ নেতা হাসিন-আল নাঈম,ওবাইদুল্লাহ,বাবলুর রহমান বাবলুসহ বিভিন্ন শ্রেণীপেশার। প্রসঙ্গত : বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন এর পরামর্শক্রমে এক ঝাঁক তরুণদের নিয়ে দীর্ঘ বছর আগে উদয়ন বৃক্ষরােপণ সমিতি নামে একটি সংগঠন গড়ে ওঠে। যার প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াসিম সাজ্জাদ লিখন। ওয়াসিম সাজ্জাদ লিখনের নেতৃত্বে দীর্ঘ বছর যাবত পরিবেশ রক্ষায় এ সংগঠনটি কাজ করে চলেছে।
বজ্রপাত থেকে রক্ষা পেতে মেহেরপঁর জেলার বিভিন্ন এলাকার সড়কের পাশে তালের চাচা রােপণ করাসহ কৃষকদের ধানকেটে ঘরে তুলে দেয়ার মতাে মহতি কাজ করে আসছে এ সংগঠনটি। এ সংগঠনের সাথে সার্বক্ষনিক সময় ব্যয় করে জনগণের জন্য নিরলস কাজ করে চলেছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা মাহবুবুল আলম শান্তি।