সাহাজুল সাজু :
সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে মেহেরপুরের গাংনীতে লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে এ উপলক্ষে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে হাটসভা অনুষ্ঠিত হয়। সবশেষে লিফলেট বিতরণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা কৃষক লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহমুদ হাসিব। হাটসভা উদ্বোধন করেন বাংলাদেষ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম শন্তি। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ওয়াসিম সাজ্জাদ লিখন।
গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায়-হাটসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু,দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ আশরাফুল ইসলাম স্বপন, বেসরকারী সংস্থা বিষয়ক সম্পাদক মিনারুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক শওকত হোসেন সানু । এসময় বক্তব্য রাখেন কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।