মেহেরপুর নিউজ:
নুরুন নিসা ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী ও আমঝুপি পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে আমঝুপি আইডিয়াল স্কুল মাঠে আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণের মধ্য দিয়ে শরবত বিতরণ শুরু করা হয়। আইডিয়াল স্কুলের পরিচালক মারুফ আহমেদ শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, আমঝুপি আইডিয়াল স্কুলের অন্যতম পরিচালক শহিদুল ইসলাম সাগর, সেলিম রেজা প্রমূখ। পরে আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মধ্যে শরবত বিতরণ করা হয়। এবং পরে আমঝুপি বাজারে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।