মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে দিনব্যাপী জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইনে সেবা প্রার্থীদের ঢল নেমেছে।
বুধবার সকালে বাগোয়ান ইউনিয়ন পরিষদ প্রঙ্গনে অস্থায়ী ক্যাম্পে সেবা প্রার্থীরা লাইন ধরে দাঁড়িয়ে সেবা গ্রহণ করছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রম। জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিশেষ ক্যাম্পেইনের কার্যক্রমের অস্থায়ী ক্যাম্পেইন পরিদর্শন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এছাড়া বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন পরিদর্শন করে সেবার তদারকি করছেন।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে জনগনের যেমন উপকার হচ্ছে তেমনি ইউনিয়ন পরিষদের কাজও ত্বরান্নিত হচ্ছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, জন্ম ও মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডুকুমেন্ট। সরকার আইন করে জন্ম ও মৃত্যু সনদ সবার জন্য বাধ্যতামুলক করেছেন। অনেক অচেতনার জন্য বাচ্চা জন্ম গ্রহন ও মা-বাবার, ভাই- বোন মৃত্যুর পরও নিবন্ধন করে না। এসকল সনদ সব ক্ষেত্রে গুরুত্ব বহন করছেন। আমাদের দুটি উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে অল্প সময়ের মধ্যে সেবা , অপরটি হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এসকল সেবা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের দৈন্দিন কাজের একটি অংশ।