গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হােসেন মেহেরপুর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার মেহেরপুর জেলা জজ আদালতের বিচারক নাজমুল হােসেনের জামিন মঞ্জুর করেন। ফলে জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হােসেন কারাগার থেকে মুক্ত হন।
গত ১৬ জুন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে নাজমুল হোসেনের নেতৃত্বে গাংনী উপজেলা শহরে একটি বিক্ষােভ মিছিল করা হয়। এসময় গাংনী থানা পুলিশের একটিদল মিছিল থেকে নাজমুলসহ কর্মী নাঈমকে গ্রেফতার করে । এদিকে ছাত্রদল নেতা নাজমুল জামিন লাভের পর তাকে জেল গেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর জেলা বিএনপি ও গাংনী উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।