মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আশ্রয়ন পরিবারের মাঝে জেলা প্রশাসনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন। এসময় সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, ইউপি সদস্য আবদুল মসজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। রঘুনাথপুরে আশ্রায়ন প্রকল্পে আশ্রিত ১৬০ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।