মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া, স্ট্রোকে প্যারালাইজড রোগে আক্রান্ত ১০৪ জন রোগীকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার বিকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (জুমের মাধ্যমে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকলের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তাদের জন্য অনুদানের ব্যবস্থা করেছেন।
তিনি এ অর্থ দিয়ে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানান। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদির মিয়া, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন।চেক বিতরণ অনুষ্ঠানে ১০৪ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫২ লক্ষ টাকার চিকিৎসা অনুদান প্রদান করা হয়।
এছাড়াও জেলা সমাজকল্যাণ পরিষদ এর তহবিল থেকে ২৫ জন দরিদ্র, অস্বচ্ছল রোগীর চিকিৎসা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ ৭ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। এ তহবিল থেকে আরো ২২৬ জন দরিদ্র, অস্বচ্ছল রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৯২ হাজার টাকা অনুদান প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে। শিগগিরই তাদের মাঝে এ অনুদানের অর্থ বিতরণ করা হবে।