মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্তমান সরকারের উন্নয়ন শীর্ষক পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালের দিকে বাড়াদী বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ফিরাতুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল,মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, টনিক বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন,আব্দুর রেজা,মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, ছাত্রলীগ নেতা শোভন সরকার,আব্দুল মান্নান, আরমান হোসেন প্রমূখ।
পরে আওয়ামী লীগ নেতারা গণসংযোগ করেন। গণসংযোগ কালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।