মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুর পৌরবাসীর উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু প্রমুখ।
এর আগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এবং ক্রেস্ট প্রদান করা হয়। মেহেরপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মেয়র মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে পৌর কাউন্সিলর মীর জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহিম, আব্দুল্লাহ আল বাপ্পী, নুরুল আশরাফ রাজিব, মোস্তাক আহমেদ,রোকসানা কামাল রুনু, শারমিন আক্তার, জোসনা খাতুনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।