মেহেরপুর নিউজ:
প্রবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স ১৯৬০ এর আওতায় প্রবেশন কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিভিন্ন বিষয়ের উপর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। সেমিনারে অন্যদের মধ্যে জিপি, প্রবেশন অফিসার, পুলিশ কর্মকর্তা,আইনজীবী অংশগ্রহণ করেন।
সেমিনারে সংশ্লিষ্ট আইন, প্রবেশন সার্ভিস, এ সার্ভিসের উপকারিতা, আইনের সুবিধা পাওয়ার প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এ আইনের সুফল যাতে উপযুক্ত ব্যক্তিরা পেতে পারেন সেজন্য আইনজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুধীসমাজকে নিয়ে সচেতনতামুলক সভা করা প্রয়োজন।