মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে নকল নারিকেল তেল জব্দ করা হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বাড়াদী বাজারে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে বাড়াদি বাজারে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন কোম্পানির নামে নারিকেল তেল বিক্রি করার সময় বেশ কিছু নকল নারকেল তেল জব্দ করা হয়।