মেহেরপুর নিউজ:
সমাজসেবা অধিদপ্তরের মেহেরপুর শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্রে ৩৬ তম ব্যাচের নবীণ বরণ, আইডি কার্ড বিতরণ ও ৩৫ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহর সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বী । স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর শহর সমাজসেবা অফিসার মোঃ সোহেল মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর টিটিসি অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, মেহেরপুর শহর সমন্বয় পরিষদের সহ-সভাপিত মোঃ রাহিনুজ্জামান পোলেন, মোছাঃ মমতাজ পারভিন, কোষাধ্যক্ষ রিপন, , জেলা সমাজসেবা কার্যালযের সমাজসেবা অফিসার ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা কাজী মানসুর। অনুষ্ঠানটি পরিচালনা প্রধান কস্পিউটার প্রশিক্ষক এস এম রাসেল।