মেহেরপুর নিউজ:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ওয়েলফেয়ার শাখার মাধ্যমে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মরহুম হামিদুল হকের স্ত্রী মোছাঃ জাহিদা খাতুনের শারীরিক চিকিৎসার জন্য এককালীন অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিস মিলনায়তনে গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মরহুম হামিদুল হকের স্ত্রী মোছাঃ জাহিদা খাতুনের শারীরিক চিকিৎসার জন্য এককালীন ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।জেলা কমান্ড্যান্ট মোঃ সাহাদাত হোসেন বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য মরহুম হামিদুল হকের স্ত্রী মোছাঃ জাহিদা খাতুনের হাতে অনুদান ৭৫ হাজার টাকা তুলে দেন। এ সময় সার্কেল এ্যাডজ্যুটেন্ট আল মামুন এ সময় সেখানে উপস্থিত ছিলেন।