গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাংনী উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন প্রতিযােগিতার আয়োজন করে। আয়োজনের মধ্যে ছিল গান, নাচ,কবিতা আবৃতি ও অভিনয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযােগিতায় অংশগ্রহণ করে।
শিশুদের শারীরিক-মানসিক ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও দেশব্যাপী এ আয়োজন করা হয়। করোনার কারনে ২০২২ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়নি। ফলে এবছর একইসাথে ২০২২ ও ২০২৩ সালের প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।