মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু ক্রীড়াসেবি কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত অসচ্ছল ক্রীড়া সেবীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসচ্ছল ক্রীড়া সেবিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, আব্দুল কাদির মিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।মেহেরপুরের ১৮ জন ক্রীড়া সেবীকে ২৪ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।