মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল অর্থায়নে শ্যামপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, চেয়ার ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক লিংকন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২২-২০২৩ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল অর্থায়নে শ্যামপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার ও সিলিং ফ্যান বিতরন করেন।শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মাতিনের সভাপতিত্বে শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তাদের মাঝে চেয়ার ও সিলিং ফ্যান, হুইলচেয়ার বিতরণ করেন।