গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী পৌর এলাকার মাঠপাড়ায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মুরছালিন হােসেন নামের এক ব্যক্তির নামে গাংনী থানায় মামলা করেছে শিশুটির পরিবার। মুরছালিন গাংনী মাঠপাড়ার মােকাদ্দেস ওরফে মকার ছেলে। মুরছালিন পেশায় একজন মুরগী ব্যবসায়ী। বলাৎকারের শিকার ওই শিশুর বাড়ি একই পাড়ায়।
জানা গেছে, গত ৫ জুলাই সকালে ওই কিশোরকে পাখি শিকারের কথা বলে তারই খেলার সাথি রাহুলকে দিয়ে ডেকে নেয় মুরসালিন। পরে বাড়ির পাশে মাঠে জোরপূর্বক বলাৎকার করেন। সেই সাথে বলাৎকারের দৃশ্য ভিডিও এবং ছবি ধারণ করে কিশোর রাহুল। বলাৎকার শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই শিশুকে শাসিয়ে দেয়।
এদিকে ওই কিশোর বাড়ি ফিরে বিষয়টি তার মায়ের কাছে বলে।
শিশুটির মা বিষযটি স্থানীয় লােকজনকে জানান। এবং মুরছালিনের বিচারের দাবি করেন। মুরছালিম প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ সালিস করার সাহস পায়নি। এক সপ্তাহ পার হওয়ার পর অবশেষে ওই শিশুর পরিবার মুরছালিনের নামে শুক্রবার গাংনী থানায় একটি মামলা করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার ওই পরিবারটি থানায় এসে অভিযোগ দায়ের করে। মামলা রুজুও করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।