মেহেরপুর নিউজ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুফতি আবুল কালাম কাসেমীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে মিরপুর সরকারি কলেজ মাঠে জানাজা শেষে মেহেরপুর পুরাতন কবরস্থানে দাফন করা হয়। মুক্তি আবুল কালাম কাসেমী মেহেরপুর শহরের নতুন পাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক আইয়ুব হোসেনের জেষ্ঠ পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাতে মুফতি আবুল কালাম কাসেমী তার বাড়িতে মৃত্যুবরণ করেন। মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সহ মেহেরপুর জেলা ইমাম সমিতির নেতৃবৃন্দ সহ সর্বশ্রেণীর মানুষ জানাজায় ও যখন অংশগ্রহণ করেন।