মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তন এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।