মেহেরপুর নিউজ:
মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকি অন্যত্র বদলি হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, লিউজা-উল জাম্নাহ, কাদির মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস এবং মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিকে ক্রেস ও ফুল শুভেচ্ছা জানানো হয়।