মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমল হোসেন অনত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে সকালে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, পিপিএম-সেবা’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কামরুল আহসান প্রমুখ। বিদায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আজমল হোসেনকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়।