মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শোলমারি সরকারী প্রাথমিক বিদ্যালয় কুতুবপুর ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সদর উপজেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার সকালে অনুষ্ঠিত কুতুবপুর ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলায় শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে সুবিদপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ফারজানা ২টি এবং দ্বিতীয়ার্ধে মিমি ১টি গোল করেন।অপরটি আত্মঘাতীর মাধ্যমে গোল হয়।
খেলার ফারজানা সেরা খেলায়াড় নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, নুরুল গনি, ইয়াসনবী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।