জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আগামী মাসেই শুরু হবে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এই মাসের মধ্যেই একজন ভিসি নিয়োগ দেয়া হবে, কয়েকদিনের ভিতরেই তিনজনের নাম পাঠানো হবে।
প্রধানমন্ত্রী একজনের নাম সিলেক্ট করবেন এবং এই মাসের মধ্যেই ভিসি নিয়োগের কাজ সম্পন্ন হবে। আগামী মাস থেকে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।
জনপ্রশাসন প্রতিবন্ধীর ফরহাদ হোসেন বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগরে মুজিবনগর জনতা ব্যাংকের ৯২৬ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। জনতা ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম,জনতা ব্যাংক লিমিটেড এর এমডি এন্ড সিইও আব্দুল জব্বার।অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা প্রমুখ।
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ফিতা কেটে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন মুজিবনগর শাখা জনতা ব্যাংকের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু প্রমুখ।