মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উৎযাপন উপলক্ষ্যে মাছ চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত -রাসায়নিক পরীক্ষা করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পানির ভৌত -রাসায়নিক পরীক্ষা করা হয়। মেহেরপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, ক্ষেত্র সহকারী,আহসান হাবিব।