মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মেহেরপুর জেলা ও উপজেলা পৌর শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সনজিত পাল বাপ্পি, সদস্য সচিব ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার অশোক চন্দ্র বিশ্বাসের নেতৃত্ব নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাতীয় পরিষদ সদস্য এডভোকেট বিমল কুমার বিশ্বাস, আহ্বায়ক কমিটির সদস্য জয় কুমার সাহা, মেহেরপুর পৌর সভাপতি বিশ্বনাথ সাহা, সহ সভাপতি মাধব কুমার ভাস্কর, সাধারণ সম্পাদক তরুণ কুমার বিশ্বাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র বিশ্বাস, গাড়াডোব দাসপাড়া মন্দির কমিটির সভাপতি শ্রী শ্রীদাম দাস,ইন্সপেক্টর অবঃ) অনিল কুমার বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা বিনিময়কালে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।