মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্কাউটের বনায়ন মেহেরপুরের সহযোগিতায় বিনামূল্য গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপন কর্মসূচি ও রোভার সদস্যদের মধ্যে চারা বিতরণের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান একটি বৃক্ষের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা-উল জান্নাহ, এনডিসি গোলাম রাব্বানী, জেলা রোভারের কমিশনার ও সরকার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফররুক আহমেদ, সহ-সভাপতি নুরুল আহমেদ, ডি আরএস আনোয়ার হোসেন, বি এ টিবির ব্যবস্থাপক কামাল হোসেন, আলমগীর হোসেন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।