মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ,জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেষ রন্জন রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপর পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিউজ-উল জান্নাহ,জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি, জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং অতিরিক্ত পিপি কাজী শহীদ শাহিন, বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম, জেলা আনসার ভিডিপির সার্কেল এ্যাডজুটেন্ট আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।