মেহেরপুর নিউজ:
আলোচনা সভা ও পুস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর থানার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুব আলম, আবাশিক মেডিকেল অফিসার ডা: তৌফিক আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রকিব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী,মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, প্রধান শিক্ষক ইজারুল ইসলাম প্রমুখ।
পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে মুজিবনগর উপজেল চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস মুজিবনগর উপজেলাবাসীর পক্ষে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে সেখানে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।