মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী গণসংযোগ করেছেন। শনিবার বিকালের দিকে অ্যাডভোকেট মিয়াজান আলী মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে গনসংযোগ করেন।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী সদর উপজেলার দরবেশপুর গ্রামে গণসংযোগকালে এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। গণসংযোগ কালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।