মেহেরপুর নিউজ:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার সকালের দিকে মেহেরপুর কোট প্রাঙ্গণ এ মিছিল করা হয়। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মারুফ আহমেদ বিজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর জেলা আইনজীবী ভবনের সামনে থেকে শুরু করে আদালত চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট আসাদুল আজম খোকন, মোকলেসুর রহমান স্বপন, সাইদুর রাজ্জাক,আনোয়ার হোসেন,আতাউর রহমান আন্টু, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।