মেহেরপুর নিউজ:
২০২২-২০২৩ অর্থবছরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের মসজিদ পাঠাগারের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় ও নতুন পাঠাগারে আলমারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালের দিকে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আলমারি ও বই বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল কাদির মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ, মেহেরপুর মডেল মসজিদের ইমাম, সাদিকুর রহমান, ফিরোজ আহম্মেদ প্রমূখ।পরে ২০২২-২০২৩ অর্থবছরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের মসজিদ পাঠাগারে জন্য বই এবং আলমারি বিতরণ করা হয়।