মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ হাচেনা খাতুন নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার। রবিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে অভিযান চালিয়ে হাচেনাকে গ্রেফতার করা হয়। হাচেনা মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল লতিফ ওরফে কালুর স্ত্রী।
জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপবিভাগীয় পরিদর্শক মদনমোহন সাহা, সহকারী উপ পরিদর্শক রুহুল আমিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা পিরোজপুর পশ্চিম পাড়ার আলেক মেম্বারের গুদাম ঘরের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাচেনা বেগমকে আটক করেন। এ সময় তার হাতে থাকে ব্যাগ তল্লাশি চালিয়ে কুড়িগ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।