মেহেরাব হোসেন অপি:
ফেসবুক খুললেই চোখে পড়ে মেহেরপুর ক্রাশ অ্যান্ড কনফেশন নামের একটি ফেসবুক পেইজ। বিভিন্ন পেইজে বিভিন্ন রকমের ছবি, ভিডিও আপলোড করা হলেও এখান থেকে আপলোড করা হয় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ছবি ।
ক্যাপশনেও লেখা হয় বিভিন্ন ধরনের আজেবাজে অসামাজিক মন্তব্য। কারোর অনুমতি না নিয়েই আপলোড করা হয় এসব ছবি ও অপ্রীতিকর অসামাজিক আজেবাজে মন্তব্য। কারো ব্যক্তিগত ছবি ফেসবুকে আইডি কিনবা পেইজে আপলোড করতে গেলে তার অনুমতি নেওয়া লাগে তবে এসব নিয়ম নীতির তোয়াক্কা করেন না এই পেইজের এডমিনরা, অনায়াসেই আপলোড করেন মানুষের ব্যক্তিগত ছবি। এতে ক্ষুব্ধ মেহেরপুরের সুশীল সমাজ।
ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীসহ সব ধরনের মানুষ। তবে কে এই পেজের এডমিন? কারা করছে এমন? কারা ছড়াচ্ছে এসব বিভ্রান্তিমূলক তথ্য এবং ছবি? এই চক্রটির উদ্দেশ্যই বা কি? এটা জানার আগ্রহ রয়েছে মানুষের, কিন্তু চেষ্টা করেও খুঁজে বের করা যাচ্ছে না এই পেজের মূল এডমিন কে বা কারা। এতে প্রশাসনের হস্তক্ষেপের আশা করছেন সকলেই। তবে ঝামেলায় জড়াতে চান না বলে অনেকেই লিখিত কোন অভিযোগ করতে পারছে না বা করছে না।
অভি মাশরাফি নামের একজন শিক্ষার্থী বলেন, এই পেজ থেকে আমার বন্ধু আবিদ বিশ্বাস কে মান হানি করা হয়েছে। তাকে সমাজে অনেক হেয় প্রতিপন্ন করা হয়েছে। একটা পোস্টের কারণে সে আজ বাসা থেকে বের হয় না, ইভটিজিং এর কারনে সে মানসিক সমস্যায় ভুগছে। তার জন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, একদিন হঠাৎ করেই দেখছি আমার ছবি আপলোড করেছে এবং আজেবাজে অনেক কথাই লিখেছে, এই সমস্ত লেখা পরিবারের মানুষ দেখলে কি মনে করবে? সামাজিক ভাবেও হেয় প্রতিপন্নের শিকার হতে হয়। আমরা পড়াশুনায় ব্যস্ত থাকি কিন্তু হুটহাট এই সমস্ত ছবি কিংবা এই সমস্ত লেখালেখি ফেসবুকে বিভ্রান্তি ছড়ায়। এতে আমাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে, আমরা চাই এই পেইজের যে বা যারা এডমিন তাকে আটক করে আইনত ব্যবস্থা নেয়া হোক এটাই প্রশাসনের কাছে দাবি।
নাম প্রকাশের অনিচ্ছুক আরও একজন শিক্ষার্থী বলেন, মাঝে মাঝেই দেখি বিভিন্ন ছেলে এবং মেয়ে শিক্ষার্থীর ছবি ব্যবহার করে কোনরকম অনুমতি না নিয়ে তাদের ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় এবং ক্যাপশনে বিভিন্ন রকমের আজেবাজে লেখালেখি করে এতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ওই সমস্ত শিক্ষার্থীদের।
তিনি বলেন, একবার আমার ফ্রেন্ডের ছবি দেওয়া হয়েছিল সে পারিবারিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্নের শিকার হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন, মেহেরপুর ক্রাশ এন্ড কনফেশন নামের এই ফেসবুক পেজটি মানুষের নামে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ায়, প্রতিদিনই কারো না কারো ছবি এবং ক্যাপশনে বিভিন্ন রকমের নোংরা লেখালেখি করে সেগুলো ভাইরাল করা হয়। আমরা চাই যে বা যারা এই সাইবার অপরাধটি করছে মেহেরপুরের পুলিশ তাদেরকে সনাক্ত করে শাস্তির আওতায় আনুক।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান বলেন, বিষয়টি আমরা দেখেছি, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, যেসব ছেলেমেয়েদের ছবি আপলোড করা হয় তাদের পরিবার থেকে লিখিত অভিযোগ করতে পারে। তবে লিখিত অভিযোগ না থাকলেও আমরা তদন্ত শুরু করেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সকলেরই চাওয়া বন্ধ হয়ে যাক মেহেরপুর ক্রাশ অ্যান্ড কনফেশন নামের এই ফেসবুক পেজটি। অথবা বন্ধ না হলেও এ সমস্ত অসামাজিক অপ্রীতিকর কোন কিছু না ছড়ানো হোক এই পেইজ থেকে। এবং কে বা কারা এই পেজটি ব্যবহার করে এই পেইজের এডমিন কারা সেটি শনাক্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এমনটাই প্রত্যাশা সকলের।