মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো; শামীম হাসান। সোমবার সকালের দিকে জেলা কারাগারটি পরিদর্শন করেন তিনি। কারাগারের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করে মেহেরপুর জেলা কারাগারের একটি চৌকস দল। জেলা প্রশাসক শামীম হাসান সালাম গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জেল সুপার মনির আহমেদ প্রমূখ।
পরিদর্শনকালে বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট বিভিন্ন ওয়ার্ডের কারাবন্দীদের সাথে কথা বলেন, এছাড়া তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি কারাবন্দীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান পর্যবেক্ষণ করেন।