মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মুজিবনগর উপজেলার সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজলো নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) আব্দুল কাদির মিয়া, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা: আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুজিবনগর মো: নাজমুস রত্ন, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান এস.এম মাহবুব আলম রবি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহসান আলী খান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুবমহিলালীগের সম্পাদিকা তহমিনা খাতুন।