মেহেরপু নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হলে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যদের মধ্যে সহ-সভাপতি অ্যাডভোকে ইয়ারুল ইসলাম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক কাজী শহিদুল হক,কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানসহ মেহেরপুর জেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্য গণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।