মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।রবিবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম । বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আজাদ আলী সহ বাংলাদেশ ব্লাড ডোনেট সোসাইটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।