মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদহ মাঠে পথসভা ও গনসংযোগ করেছেন।
সোমবার বিকালের দিকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার আমদাহ মাঠে প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন। পরে তিনি স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম এলাকার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় সেখানে উপস্থিত ছিলেন।