মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, পি পি পল্লব ভট্টাচার্য, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমুখ।
আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন , অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ,অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজিব হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।