মেহেরপুর নিউজ:
জাতীয় শোক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে মেহেরপুর শহীদ সামসুজোহা নগর উদ্দান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের মুরালে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় অন্যদের মধ্যে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, আব্দুর রাজ্জাক,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।