মেহেরপুর নিউজ:
যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুরে এইচএসসি পরীক্ষা শুরু। বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর জেলা ৩টি উপজেলার ৭টি কেন্দ্রে ৪ হাজার ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
মেহেরপুর সরকারি সরকারি কলেজ কেন্দ্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ৭৪২ জন।মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৬৫৩ জন, যার মধ্যে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ৪২১জন, এ আরবি কলেজের ১২২ জন এবং জাদুখালি স্কুল এন্ড কলেজের ১১০ জন রয়েছে ।
ছহিউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ৪৫৬ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে মেহেরপুর সরকারি কলেজের ৪১৯ জন এবং কুতুবপুর স্কুল এন্ড কলেজের ৩৭ জন।
গাংনী সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর আছে ৫৪৭ জন। এর মধ্যে গাংনী মহিলা কলেজের ২৬৬ জন, সন্ধানী স্কুল এন্ড কলেজের ৮৪ জন, বিএন কলেজের ৩০ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ১৬৭ জন।
গাংনী ডিগ্রী মহিলা কলেজ কেন্দ্রীয় ৪৩৪ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে গাংনী সরকারি ডিগ্রী কলেজের ৩৬৬ জন, হাটবোয়ালিয়া কলেজের ৬২ জন, মড়কা কলেজের ৬ জন।
বামন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৭৬ জন । এর মধ্যে কাজীপুর কলেজের ১৮৪ জন, গোয়ালগ্রাম কলেজের ১৬৮ জন, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের ৭২ জন, বামন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজের ১১৭ জন, করমদি কলেজের ১৩৫ জন।
মুজিবনগর উপজেলার মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ৫৪৪ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মহাজনপুর মহাবিদ্যালয় এর ১১৯ জন, মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ৭৫ জন এবং মুজিবনগর সরকারি ডিগ্রী কলেজের ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। এদিকে পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক মোঃ শামীম হাসান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।